আন্তর্জাতিক ডেস্কঃ অক্টোবর মাস থেকে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে সংযুক্ত আরব আমিরাতে। এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আমিরাতের জ্বালানি মন্ত্রণালয় জানায়, আগামী শনিবার (০১ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ৩ ধরনের পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হচ্ছে ।
পেট্রোল সুপার-৯৮ প্রতি লিটার ১.৭৫ দিরহাম থেকে ১.৮১ দিরহাম, স্পেশাল-৯৫ প্রতি লিটার ১.৬৪ দিরহাম থেকে ১.৭০ দিরহাম এবং ইপ্লাস-৯১ প্রতি লিটার ১.৫৭ দিরহাম থেকে ১.৬৩ দিরহাম করা হয়েছে। অর্থাৎ গড়ে ৩.৬৪ শতাংশ মূল্য বৃদ্ধি হবে। অন্যদিকে ডিজেলের দাম ১.৭৩ দিরহাম থেকে বাড়িয়ে প্রতি লিটার ১.৭৬ করা হয়েছে, জানানো হয় বিবৃতিতে ।