আন্তর্জাতিক ডেস্কঃ উরি হামলার প্রত্যাঘাতে পাকিস্তানে ‘সার্জিকাল স্ট্রাইক’ করায় ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত ভারতীয় নাগরিক আদনান সামি। আজ শুক্রবার টুইটারে তিনি লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে অনেক অনেক অভিনন্দন। সন্ত্রাসবাদ দমন করতে তারা মেধা, সফলতার সঙ্গে কৌশলগতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছেন । স্যালুট ।
উরি হামলার পরেই সমালোচনার ঝড় ওঠায় বলিউডে পাকিস্তানি কলা-কুশলীদের অনেকে ভারত ছাড়েন। এ সময়টিতেই গায়ক আদনান সামি এই টুইট করে নিজের নামের সঙ্গে পাকিস্তানের নাম জড়ানোর সমস্ত পথ বন্ধ করে দিলেন। আদনান সামিও একসময় পাকিস্তানের বাসিন্দা ছিলেন ।
২০১৫ সালে পাকিস্তান তার পাসপোর্ট পূণরায় নবায়ন করতে অস্বীকার করায় ভারত তাকে নাগরিকত্ব দেয়। অনেক পাকিস্তানি নাগরিক সামির টুইটের সমালোচনা করায় তিনি ফের লিখেন, এই প্রতিক্রিয়াই কার্যত বুঝিয়ে দিচ্ছে তারা পাকিস্তান ও সন্ত্রাসবাদকে এক চোখেই দেখেন ।