News71.com
 International
 30 Sep 16, 08:45 PM
 391           
 0
 30 Sep 16, 08:45 PM

মেক্সিকোর একটি নদী থেকে ১২ মরদেহ উদ্ধার ।।

মেক্সিকোর একটি নদী থেকে ১২ মরদেহ উদ্ধার ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর একটি নদী থেকে ১২টি মরদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। নদীটি একটি লেকের কাছে অবস্থিত। লেকটি মার্কিন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গতকাল বৃহস্পতিবার দুটি মাদক চক্রের মধ্যে সহিংসতায় এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে ।

জালিস্কো রাজ্যের প্রধান প্রসিকিউটর এডুয়ার্ডো আলমাগুয়ের বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে লার্মা নদীতে ৩টি মরদেহ পাওয়া গেছে। এর আগে সপ্তাহের প্রথম ৩ দিনে আরো ৯টি মরদেহ পাওয়া যায়। কিভাবে এরা মারা গেছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি ।

এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে অন্তত দুজনের দেহে গুলির জখম রয়েছে। অপর ২টি দেহ পচে বিকৃত হয়ে গেছে।

মরদেহগুলো জাম্যাই পৌর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এটি একটি মাছ ধরার এলাকা। মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন ও অন্যান্য সহিংস অপরাধ চক্রগুলো মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে ব্যাপক সহিংসতা চালাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন