আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের কেন্দ্রীয় অঞ্চলে এক ড্রোন হামলায় সন্দেহভাজন দুই আল-কায়েদা সদস্য নিহত হয়েছে। এক স্থানীয় সরকার কর্মকর্তা আজ শুক্রবার একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, ওই দুই ব্যক্তি বায়দা প্রদেশের একটি গাছের নিচে শুয়েছিলেন। এ সময় তাদের ওপর বিমান হামলা চালানো হয় ।
শুধু যুক্তরাষ্ট্র সরকারই ইয়েমেনে ড্রোন হামলা চালিয়ে থাকে। তবে তারা এ সম্পর্কে খুব কমই বিবৃতি প্রকাশ করে থাকে। গত বুধবার ওয়াশিংটন গত সপ্তাহে আরব উপদ্বীপের আল-কায়েদার ওপর ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করে বলে, এতে ৪জন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন বায়দা প্রদেশে ।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র সেনাবাহিনীর মেজর জোশ জ্যাকস জানান, "যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইয়েমেনকে একিউএপি'র অভয়ারণ্য হতে না দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র, এর মিত্র ও সহযোগীদের এসব হুমকি থেকে অব্যাহতভাবে সুরক্ষা দিয়ে চলেছে ।