News71.com
 International
 01 Oct 16, 12:11 PM
 357           
 0
 01 Oct 16, 12:11 PM

চীনে টাকা চেয়ে না পাওয়ায় বাবা-মাসহ ১৯ খুন ।।

চীনে টাকা চেয়ে না পাওয়ায় বাবা-মাসহ ১৯ খুন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ টাকা চেয়ে না পাওয়ায় বাবা-মাকে খুন, এরপর অপরাধ ঢাকতে আরো ১৭ জন প্রতিবেশীকে খুন করেছেন চীনের এক নাগরিক। সম্প্রতি দেশটির পুলিশের কাছে নিজেই এ কথা স্বীকার করেছেন ইয়াং কিংপি নামে ওই নাগরিক।

জানা গেছে, খুন করা প্রতিবেশীদের মধ্যে একজন ৩ বছরের শিশুও ছিল। এ ছাড়াও ছিলেন একজন ৭২ বছরের বৃদ্ধ। চীন সূত্রে জানা গেছে, নিহতরা ৬টি পরিবারের সদস্য ছিল। তবে ঠিক কিভাবে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন