News71.com
 International
 01 Oct 16, 12:15 PM
 373           
 0
 01 Oct 16, 12:15 PM

অ্যাডলফ হিটলারি স্টাইলে ফিলিপাইনের মাদকাসক্তদের হত্যা করা হবে ।। প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

অ্যাডলফ হিটলারি স্টাইলে ফিলিপাইনের মাদকাসক্তদের হত্যা করা হবে ।। প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির অ্যাডলফ হিটলার যেভাবে ইহুদিদের হত্যা করেছেন, একইভাবে ফিলিপাইনের মাদকাসক্ত ব্যক্তিদের হত্যা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

নিজেকে হিটলারের সঙ্গে তুলানা করে গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজ শহর দাবাওতে এমন কথাই জানান তিনি। প্রেসিডেন্ট রদ্রিগো বলেন, হিটলার ৩০ লাখ ইহুদি হত্যার করেছেন। ফিলিপাইনেও ৩০ লাখ মাদকাসক্ত রয়েছেন। তাদের পরিণতি একই রকম হবে।

তিনি বলেন, নেশাগ্রস্তদের বধ করতে পারলে আমি সুখী হবো। জার্মানিতে হিলটার ছিলেন, ফিলিপাইনের আমি আছি। সব অপরাধীদের আমি একই পরিণতি করতে চাই। তবেই আমাদের দেশের সমস্যা সমাধান হবে, পরবর্তী প্রজন্ম সর্বনাশের হাত থেকে রক্ষা পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন