News71.com
 International
 01 Oct 16, 12:17 PM
 373           
 0
 01 Oct 16, 12:17 PM

রাশিয়া সিরিয়ান বিদ্রোহীদের জঙ্গিতে পরিণত করছে ।। যুক্তরাষ্ট্র

রাশিয়া সিরিয়ান বিদ্রোহীদের জঙ্গিতে পরিণত করছে ।। যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া সিরিয় সরকারকে অস্ত্র ও অন্যান্য উপায়ে সাহায্য করায় সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো জঙ্গি গোষ্ঠীতে পরিণত হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র এ দাবি করেন।

মার্ক টোনার জানিয়েছেন, রাশিয়া-সিরিয়ার যৌথ বিমান হামলা কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে যা এই ইস্যু নিয়ে আরো ধোঁয়াশা তৈরি করছে। যুক্তরাষ্ট্র জানায়, সিরিয়ায় রাশিয়ার ভূমিকার কারণে যুক্তরাষ্ট্র হয়ত আর কোন যৌথ অভিযান পরিচালনা করবে না।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিরিয়ার একটি জঙ্গিগোষ্ঠীকে বাঁচাতে যুক্তরাষ্ট্র এ ধরণের বিবৃতি দিয়ে আসছে। তাদের (যুক্তরাষ্ট্র) লক্ষ্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্জেই ল্যাভরোভ বলেন, শক্তিশালী জাভাত ফাতেহ আল-সাম (আল নুসরা ফ্রন্ট) এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠী থেকে সিরিয়ার ভিন্নমতালম্বী বিদ্রোহীদের পৃথক করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু তারা কথা রাখেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন