News71.com
 International
 01 Oct 16, 12:18 PM
 396           
 0
 01 Oct 16, 12:18 PM

সিরিয়ায় গত ৭ দিনের বিমান হামলায় শিশুসহ নিহত ৩৩৮ ও আহত ৮৪৬ ।।

সিরিয়ায় গত ৭ দিনের বিমান হামলায় শিশুসহ নিহত ৩৩৮ ও আহত ৮৪৬ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় গত ৭ দিনে বিমান হামলায় শতাধিক শিশুসহ অন্তত ৩৩৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানায়, রাশিয়া ও সিরিয়াই এই বিমান হামলা চালায়। আর এই হামলায় বেশকিছু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির জরুরি বিভাগের পরিচালক ড. রিচার্ড ব্রেনান জানান, এই হামলায় ৮৪৬জন আহত হয়েছেন।

চিকিৎসার অভাবে তাদের মৃত্যুও হতে পারে। এদের মাঝে ২৬১জন শিশু রয়েছে বলেও জানান তিনি। এদিকে সিরিয়ার সরকার দাবি করেছে আলেপ্পোয় অনেক স্থান পুনরুদ্ধার করেছে তারা। তবে বিদ্রোহী নেতারা এই দাবি উড়েয় দিয়ে বলেছে, আলেপ্পোর উত্তরাঞ্চল এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিমান হামলার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো সিরিয়া ও রাশিয়াকেই দায়ী করেছে। তবে রাশিয়া জানিয়েছে, তারা শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রী সার্জেই লাভরভ জানান, রাশিয়ান সেনাবাহিনী এমন কিছু করছে না যারা জাতিসংঘের অনুমিত না। লাভরভ বলেন, কোনো বেসামরিক নাগরিক যেন মারা না যান সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছেণ তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন