News71.com
 International
 01 Oct 16, 12:20 PM
 394           
 0
 01 Oct 16, 12:20 PM

ভারতীয় সেনাকে উদ্ধারে সব চেষ্টা করা হচ্ছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ভারতীয় সেনাকে উদ্ধারে সব চেষ্টা করা হচ্ছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সীমান্তে অসতর্কতাবশত প্রবেশ করে ধরা পড়া ভারতীয় সেনাকে উদ্ধারে সব প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত বৃহস্পতিবার আটক হওয়া ২২ বছর বয়সী ওই সেনা সদস্যের নাম চান্দু বাবুলাল চৌহান ।

গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং চৌহান বলেন, পাকিস্তানে বন্দী এই সেনাকে উদ্ধারে সম্ভাব্য সব চেষ্টা করছে তার সরকার। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে গত বুধবার ভারত নিখুঁত আক্রমণ চালিয়ে ৭টি জঙ্গি আশ্রয়স্থল ধ্বংস করার দাবি করে। এর পরেই ভারতীয় সেনার আটকের খবর প্রকাশিত হয় ।

জানা গেছে, ৮ ভারতীয় সেনা এই অভিযানে নিহত হয়েছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এই খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করে বলে, স্পেশাল ফোর্স কোনো ধরণের হতাহত ছাড়াই অভিযান সম্পন্ন করেছে। ভারতীয় সেনাবাহিনী থেকে বাবুলাল চৌহানের আটক হওয়া সম্পর্কে বলা হয়, তিনি নিখুঁত সেই অভিযানের অংশ ছিলেন না ।

রাষ্ট্রীয় রাইফেলসের সেনা চৌহান অসতর্কতাবশত সীমান্ত পার হয়ে গিয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সীমান্তে এমন অসতর্কতাবশত প্রবেশ নিয়মিত ঘটনা। তাদের বিদ্যমান পদ্ধতিতেই ফেরত দেয়া হয়। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন প্রধান জেনারেল রণবীর সিং, চৌহানকে ফেরত দিতে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন বলে সূত্রে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন