আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে ভিমবার সেক্টরের লাইন অব কন্ট্রোলে এই গোলাগুলির ঘটনাটি ঘটে। পাকিস্তান আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানি মাধ্যম এ খবর প্রকাশ করেছে ।
জানা গেছে, পাকিস্তানের আইএসপিআর বলেছে, ভারত অনর্থক গুলি ছোড়ার কারণে পাকিস্তানি সেনাবাহিনী তার জবাব দেয়। ভিমবার সেক্টরের লাইন অব কন্ট্রোলে আজ ভোর রাত ৪ টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাল্টাপাল্টি এই গুলি বিনিময়ের ঘটনা ঘটতে থাকে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে পাকিস্তানি মাধ্যম জানিয়েছে ।