আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জিজিয়াং প্রদেশে ভূমিধসে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২০ জন । আজ শনিবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক মাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে। টাইফুন ‘মেগি’র আঘাতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে ।