News71.com
 International
 02 Mar 16, 11:02 AM
 775           
 0
 02 Mar 16, 11:02 AM

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের সামনে গাড়িবোমা বিস্ফোরনে পুলিশকর্তাসহ নিহত ৬ আহত ১৯।।

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের সামনে গাড়িবোমা বিস্ফোরনে পুলিশকর্তাসহ নিহত ৬ আহত ১৯।।

আন্তর্জাতিক ডেস্ক :  আফগানিস্তানে ফের হামলার শিকার হল ভারতীয় কনস্যুলেট । এবার হামলা হয়েছে জালালাবাদ শহরের ভারতীয় কনস্যুলেটে  । আজ বুধবার সকালের দিকে এ হামলা চালানো হয় বলে জানাগেছে । হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত ও ১৯জন আহত হলেও সুরক্ষিত রয়েছেন ভারতীয় কর্মকর্তা কর্মচারীরা । তবে বাঁচতে পারেনি হামলাকারিরা । নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে ৪ জঙ্গীকে । এরির্পোট লেখা পর্যন্ত কোন জঙ্গী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি । উল্লেখ্য, জালালাবাদের ওই এলাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন অবস্থিত ।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এটি একটি গাড়ি বোমা হামলা । গাড়িটি চালাচ্ছিল হামলাকারীদের একজন। কনস্যুলেটের কাছাকাছি এসে তারা সয়ংক্রিয়ভাবে আত্মঘাতী এই বিস্ফোরণটি  ঘটায় ।এ সময় কনস্যুলেটের কাছাকাছি থাকা ভবনগুলোর দরজা-জানালা কেঁপে ওঠে। হামলায় মোট আটটি গাড়ি ধ্বংস হয়। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় গোলাগুলিরও ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সাধারণ লোকজন ওই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সেখানে সেনাবাহিনীর সাঁজোয়া যানকে ছুটে যেতে দেখা যায়।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খুজয়ানি বলেন, কনস্যুলেট কম্পাউন্ডে ঢোকার আগেই চার হামলাকারীকে হত্যা করা হয়েছে। তাদের টার্গেট ছিল ভারতীয় কনস্যুলেট। কিন্তু টার্গেটে পৌঁছানোর আগেই আমাদের নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়েছে। খুজয়ানি বলেন, এই হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন