News71.com
 International
 01 Oct 16, 03:41 PM
 442           
 0
 01 Oct 16, 03:41 PM

পাকিস্তান ও চীন সীমান্তে রাফাল জেট মোতায়েন করতে পারে ভারত ।।

পাকিস্তান ও চীন সীমান্তে রাফাল জেট মোতায়েন করতে পারে ভারত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান ও চীন সীমান্তে রাফাল ফাইটার জেট মোতায়েন করতে পারে ভারত। এই আশঙ্কা করছে চীন। চীনের এই প্রতিবেদন এ খবর প্রকাশ করেছে। সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল ফাইটার জেট কেনার চুক্তি করেছে ভারত। এই বিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে। এই ধরনের উন্নত ফাইটার জেট চীন বা পাকিস্তান কারো হাতেই নেই ।

সূত্রে জানা গেছে, পাকিস্তানের এফ ১৬ বিমানের সঙ্গে রাফালের কোনও তুলনাই হয় না। গতি, হামলা করার ক্ষমতা ও বিভিন্ন ধরনের অস্ত্র বহনের দিক থেকে অনেকটাই এগিয়ে রাফাল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনকে নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে ভারত ।

এই অজুহাতে ভারত বিপুল পরিমাণ অস্ত্র কিনছে বিশ্বের একাধিক দেশ থেকে। প্রতিবেদনে লেখা হয়েছে, পাকিস্তান ও চীনের সঙ্গে যেসব জায়গা নিয়ে ভারতের বিবাদ রয়েছে সেইসব জায়গায় রাফাল জেট মোতায়েন করতে পারে ভারত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন