আন্তর্জাতিক ডেস্ক: পঞ্জাবের দীনানগরের ঘেসাল গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে উর্দুতে বার্তা লেখা দুটি বেলুন পাওয়া গেল। কাগজে ওই বার্তা লিখে তা হলুদ রংয়ের বেলুনের গায়ে সেঁটে দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল এক গ্রামবাসী নিজের বাড়ির কাছে ওই দুটি বেলুন দেখতে পান। উর্দুতে কিছু লেখা রয়েছে দেখে তিনি বেলুন দুটি পুলিশের হাতে তুলে দেন।
গত বছরের ২৭ জুলাই দীনানগরে জঙ্গি হামলা হয়েছিল। সেনার পোশাকে তিন জঙ্গি প্রথমে একটি বাসে গুলি চালায়। পরে তারা দীনানগর থানায় হামলা করে। পুলিশ সুপার ও অন্য তিন পুলিশকর্মী সহ সাতজনের মৃত্যু হয় এই হামলায়। ফলে সেখানেই এই সন্দেহজনক বেলুন মেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ বছরের জুলাই মাসেও দীনানগরের ঝান্ডে চক গ্রাম থেকে একটি বেলুন উদ্ধার করেছিল পুলিশ। সেই বেলুনের গায়ে পাকিস্তানের জাতীয় পতাকা আঁকা ছিল এবং লেখা ছিল ‘আমি পাকিস্তানকে ভালবাসি’।
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর পাক সেনার পাল্টা আক্রমণের আশঙ্কায় গুরদাসপুর ও পঠানকোটের গ্রামগুলি খালি করে দেওয়া হয়েছে। শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি তদারক করতে গিয়েছিলেন।