News71.com
 International
 03 Mar 16, 12:09 PM
 1201           
 0
 03 Mar 16, 12:09 PM

অন্ধকারে উদ্ধার অভিযান ব্যাহত ।। ইন্দোনেশিয়ায় সুনামি সর্তকতা প্রত্যাহার

অন্ধকারে উদ্ধার অভিযান ব্যাহত ।। ইন্দোনেশিয়ায় সুনামি সর্তকতা প্রত্যাহার

নিউজ ডেস্ক : ভারত মহাসাগরের ইন্দোনেশিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, ভূমিকম্পের কারণে যে ক’জনের নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল তাও অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ইন্দোনেশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ারা সিবার্তু থেকে ৬৬২ কিলোমিটার দূরে এবং কুয়ালালামপুর থেকে ১২২৭ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ১৫ সেকেন্ডব্যাপী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এটি সিঙ্গাপুর সহ আশপাশের বেশ কয়েকটি দেশে অনুভুত হয়েছে ।

ভুমিকম্প সম্পর্কে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তৎক্ষণাৎ ভূমিকম্পটির মাত্রা জানিয়েছিল ৮ দশমিক ২। এরপর এর মাত্রা ৮ দশমিক ১ এবং ৭ দশমিক ৯ এ কমিয়ে আনা হয়। সবশেষে এখন বলা হচ্ছে ৭ দশমিক ৮।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে এখনও কারও হতাহতের খবর মেলেনি। এছাড়া, এতে অন্য কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে সন্ধ্যার পরপরই ভূমিকম্পটি আঘাত হানায় উদ্ধারকাজ অন্ধকারের কারণে ব্যাহত হচ্ছে।

এদিকে, ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে পশ্চিম সুমাত্রার মেনতাবাই দ্বীপের বাসিন্দাদের। আর জানমালের নিরাপত্তায় জরুরি অবস্থা জারি করা হয়েছে সুমাত্রায়।

সংবাদমাধ্যম জানাচ্ছে, ভূমিকম্প আঘাত হানার সময় সুমাত্রায় ছিলেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে তিনি ভালো এবং নিরাপদ আছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামিতে ইন্দোনিশয়াসহ ভারত মহাসাগর উপকূলবর্তী বিভিন্ন দেশে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়। এরমধ্যে কেবল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই মারা যায় প্রায় ১ লাখ ২৬ হাজার ৭৪১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন