আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অবস্থিত একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও বেশকয়েকজন ।
আজ শনিবার (০১ অক্টোবর) মোগাদিসুর ‘স্কাই রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ হামলার ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৬জন। তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ জানা যায়নি ।