News71.com
 International
 02 Oct 16, 11:34 AM
 412           
 0
 02 Oct 16, 11:34 AM

করাচির পর লাহারের আকাশসীমায়ও প্লেন চলাচলে কড়াকড়ি ।।

করাচির পর লাহারের আকাশসীমায়ও প্লেন চলাচলে কড়াকড়ি ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করাচির পর এবারের লাহোরের আকাশসীমায়ও প্লেন চলাচলে কড়াকড়ি আরোপ করলো পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ।

ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে লাহোরের আকাশসীমায় ২৯ হাজার ফুটের নিচে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। এর আগে করাচির আকাশসীমায় ৩৩ হাজার ফুটের নিচে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় ।

‘অপারেশনাল কারণ’ দেখিয়ে এয়ারম্যানের (নোটাম) কাছে এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে। আজ রোববার (২ অক্টোবর) এ খবর দিয়েছে আন্তর্জাতিক মাধ্যম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন