আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের মালাগা শহরের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় গতকাল রাতে লা ভোমিয়া ক্যাফেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো ।
স্থানীয় মেয়র অ্যানটোনিয়ো মোরনো জানান, ধারণা করা হচ্ছে ক্যাফেটির রান্না ঘরের গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণের সূত্রপাত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি ।