News71.com
 International
 02 Oct 16, 11:37 AM
 376           
 0
 02 Oct 16, 11:37 AM

ভারতজুড়ে হাই অ্যালার্ট ।।

ভারতজুড়ে হাই অ্যালার্ট ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সার্জিকাল স্ট্রাইকের পরে ক্রমেই ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে চলছে উত্তেজনার পারদ। উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। গতকাল শনিবার ভোর ৪টা থেকে সীমান্তে ফের শুরু হয়েছে গুলির লড়াই। গত ৩ দিনে এই নিয়ে মোট ৭ বার লঙ্ঘিত হয়েছে সংঘর্ষবিরতি। অভিযোগের নিশানায় পাকিস্তানের সেনা বাহিনী ।

গত শুক্রবার ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কতা। আসন্ন পূজা ও উত্সরবের মওশুমে সারা দেশটির বিভিন্ন প্রান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাড়ানো হয়েছে নিরাপতত্তা বলয়। কড়া নজরদারিতে রয়েছে দিল্লি সহ রাজস্থান, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র এবং গুজরাট ।

নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে জনবহুল এলাকা যেমন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, বিমানবন্দর, রেলস্টেশন, ঐতিহাসিক সৌধ, সরকারি দপ্তর, শপিং মল এবং বিশেষ বিশেষ পর্যটন কেন্দ্রে। আন্তর্জাতিক সীমান্ত এলাকার গ্রামগুলি থেকেও সরানো হচ্ছে বাসিন্দাদের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন