News71.com
 International
 02 Oct 16, 11:44 AM
 396           
 0
 02 Oct 16, 11:44 AM

আটলান্টিক থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

আটলান্টিক থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

নিউজ ডেস্ক : সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় এখন ধেয়ে আসছে ক্যারিবিয় দ্বীপ জ্যামাইকার দিকে। হারিকেন ম্যাথিউকে ক্যাটাগরি ফাইভ মাত্রার ঘুর্ণিঝড় বলে বর্ণনা করা হচ্ছে। গত নয় বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরের কিউবা এবং হাইতির কিছু অংশেও এই ঘুর্ণিঝড় আঘাত হানতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এই ঘুর্ণিঝড়ে বাতাসের গতি এখন ঘন্টায় ২৬০ কিলোমিটার। এই তীব্র ঝড়ে ঘরবাড়ি উড়ে যেতে পারে।

হারিকেন ম্যাথিউকে এখন তীব্রতার দিক থেকে ক্যাটাগরি ফাইভ’ বলে বর্ণনা করা হচ্ছে। ক্যাটাগরি ফাইভ হারিকেন হচ্ছে সবচেয়ে তীব্র মাত্রার ঘুর্ণিঝড়। ঘুর্ণিঝড়ের প্রস্তুতির জন্য জ্যামাইকার প্রধানমন্ত্রী পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছেন। এই ঘুর্ণিঝড় সোমবার নাগাদ স্থলভাগে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। ঘুর্ণিঝড়ের আশংকায় জ্যামাইকার লোকজন জরুরি খাবার এবং রসদপদ কিনে মওজুদ করার জন্য সুপারমার্কেটগুলোতে ভিড় করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন