News71.com
 International
 02 Oct 16, 11:45 AM
 372           
 0
 02 Oct 16, 11:45 AM

সিরীয় হাসপাতালে ব্যারেল বোমা হামলায় নিহত ২।।

সিরীয় হাসপাতালে ব্যারেল বোমা হামলায় নিহত ২।।

নিউজ ডেস্কঃ রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর অব্যাহত বিমান হামলার মুখে বন্ধ হয়ে গেছে আলেপ্পো শহরে একটি ট্রমা হাসপাতাল। এ হামলায় দুজন নিহত হয়েছেন।

সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি নামে একটি দাতব্য সংগঠন জানিয়েছে, গত শনিবার আলেপ্পোর সর্ববৃহৎ এম-১০ হাসপাতালের ওপর ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে। এ নিয়ে কয়েক দিনের ব্যবধানে সেখানে তিনবার হামলা হলো।

হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এই ঘটনাকে তিনি ‘যুদ্ধাপরাধ’ সাব্যস্ত করেছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত তারা ৩ লাখ ১ হাজার ৭৮১ জনের প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে বলে দাবি করেছেন তারা। সিরিয়ান অবজারভেটরি বলছে, ওই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৪ লাখ ৩০ হাজারের কাছাকাছি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন