News71.com
 International
 02 Oct 16, 12:35 PM
 416           
 0
 02 Oct 16, 12:35 PM

৫৬ নয় মোদির ছাতি এখন ১০০ ইঞ্চি ।। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবারজ

৫৬ নয় মোদির ছাতি এখন ১০০ ইঞ্চি ।। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবারজ

 

আন্তর্জাতিক ডেস্কঃ সার্জিক্যাল অ্যাটাকের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে শিবরাজ সিং চৌহান তুলে আনলেন নরেন্দ্র মোদির ছাতির মাপের প্রসঙ্গ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবারজ বলেন, মোদির ছাতি এখন ৫৬ ইঞ্চি থেকে ১০০ ইঞ্চি হয়ে গেছে ।

ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে শিবরাজ এরপর বলেন, মোদিজি যা করে দেখালেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শুধু উরির প্রত্যাঘাত নয় দেশের অর্থনৈতিক উন্নতির পিছনেও মোদি মডেলের বড় অবাদন আছে বলে মন্তব্য করেন শিবরাজ। চিনের থেকেও ভারতের অর্থনৈতিক উন্নয়নের বৃদ্ধির হার বেশি বলে দাবি করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি মোদির ছাতি ৫৬ ইঞ্চি বলে সাহসিকতাকে সামনে আনতে চেয়েছিল। নির্বাচনের জয়ের রেশ মিলিয়ে যাওয়ার পর মোদির ৫৬ ইঞ্চির ছাতিকে নিয়ে ব্যঙ্গ করে আক্রমণ করেছিলে বিরোধীরা। উরির প্রত্যাঘাতের পর নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে ফের ময়দানে নেমেছে বিজেপি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন