আন্তর্জাতিক ডেস্কঃ সময় হলেই পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল অপারেশনের ভিডিও প্রকাশ করবে ভারত। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত বৃহস্পতিবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরে ৭টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ৩৮ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি ।
অথচ প্রথম থেকেই পাকিস্তান সরকার, সেনা, সে দেশের সংবাদমাধ্যম ভারতের সার্জিক্যাল অপারেশনকে ভুয়া বলে দাবি করেছে। এই নিয়ে রাজনাথ বলেন, ‘কেবল অপেক্ষা করুন আর দেখুন। সারাদেশ, সারা বিশ্ব সার্জিক্যাল অপারেশনের কথা জানে। আমাদের জওয়ানরা যে সাহসিকতা দেখিয়েছেন তাতে দেশ গর্বিত।’ পাকিস্তানি সংবাদমাধ্যমে এক সেনার মৃত্যু হয়েছে জানিয়ে ছবি দেখানো হয়েছে। সেই নিয়ে সেনার পক্ষ থেকে বলা হয়েছে, ওই ছবি বিকৃত। কোনো সেনার মৃত্যু হয়নি ।