আন্তর্জাতিক ডেস্কঃ গ্রামটির আনাচে-কানাচে ঘুরছে সাপ। বাড়ির মধ্যে, বাগানে, রাস্তায় সবখানেই সাপের আতঙ্ক। ভারতের দক্ষিণ ২৪ পরগনার ক্যানিঙের চিত্র এটি। সেখানে আচমকা সাপের উপদ্রব বেড়ে গেছে।
জানা যায়, ক্যানিং ১ ব্লকের গোলাবাড়ির কাছারিঘাট পাড়া থেকে কয়েকদিন আগে প্রায় ১২টি কেউটে সাপ ধরা হয়। কয়েকদিন আগে ওই পাড়ার একজনকে কেউটে সাপে কামড়ায়। তাকে ক্যানিং হাসপাতালে চিকিৎসা করানো হয়।
বন দফতরের তরফে বলা হয়, ওই এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বন দফতরের টিম গেছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ক্যানিঙের বাসিন্দারা জানান, রাতে-দিনে যখন তখন মাটির বাড়ি, পাকা বাড়ির মেঝেতে, ঘরের চালে ঘুরে বেড়াচ্ছে কেউটে সাপ। অনেকে জাল দিয়ে ঘর ঘিরে রাখারও চেষ্টা করছেন। আবার অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চিন্তা করছেন।
ক্যানিঙে সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যু খবরও পাওয়া গেছে। এই কারণে আতঙ্ক অনেকখানি বেড়ে গেছে। এই সময় ডিম ফুটে কেউটে সাপের বাচ্চা জন্মায়। বাচ্চা হওয়ার পর তারা গর্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সে কারণেই এখন সাপকে আনাচে কানাচে ঘুরতে দেখা যাচ্ছে।
ইটখোলা গ্রাম পঞ্চায়েত সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য ব্লিচিং পাউডার দিয়ে গর্তগুলি বুজিয়ে দেয়ার ব্যবস্থা নিয়েছে। এতে সাপ বাইরে বের হতে পারবে না।