আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্যারিসে মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানের হোটেল কক্ষ ভেঙে ঢুকে তাকে জিম্মি করে রেখেছে এক সশস্ত্র বন্দুকধারী। লোকটি পুলিশি পোশাকে সেজে এসেছে বলে জানা গেছে।
খবরটি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিডৌস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে থাকা কিমের স্বামী সংগীতশিল্পী কানইয়ে ওয়েস্টের কাছে। তাই কনসার্টের মাঝামাঝি পারিবারিক কারণ দেখিয়ে চলে গেছেন তিনি।