News71.com
 International
 03 Oct 16, 11:32 AM
 397           
 0
 03 Oct 16, 11:32 AM

জয় হিন্দ লিখে টুইট করায় কিংবদন্তি কন্ঠশিল্পী আশা ভোঁসলেকে অশ্লীল মন্তব্য পাকিস্তানিদের

জয় হিন্দ লিখে টুইট করায় কিংবদন্তি কন্ঠশিল্পী আশা ভোঁসলেকে অশ্লীল মন্তব্য পাকিস্তানিদের

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি হামলার প্রেক্ষিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের কথা ছড়িয়ে পড়লে কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে ‘জয় হিন্দ’ লিখে টুইট করেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পাকিস্তানিরা। ওই টুইটে অপমানজনক মন্তব্য করতে থাকে তারা। এমনকী কিংবদন্তি শিল্পীর মাকে উদ্দেশ্য করেও কুকথা বলে তারা।

ভারতে কাজ করা পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে শিল্পীমহলে। সন্ত্রাসের প্রশ্নে শিল্পীদের বিভাজন মেনে নিতে পারছেন না অনেকেই। পাক শিল্পীদের যখন একরকম  সহানুভূতি দেখাচ্ছে ভারতীয় শিল্পীমহলের একাংশ, তখন পাকিস্তানিদের হাতেই অপমানিত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন