News71.com
 International
 03 Oct 16, 11:41 AM
 429           
 0
 03 Oct 16, 11:41 AM

ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু আগামী মার্চেই ।। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু আগামী মার্চেই ।। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, আগামী বছর মার্চেই আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করবে তার দেশ। একটি অনুষ্ঠানে এ কথা বলেন মে।পরে বার্মিংহামে করজারভেটিভ পার্টির সম্মেলনে যোগ দিয়ে গলভোটের রায় যারা এখনো মেনে নিতে পারেননি তাদের সমালোচনা করেন মে।

প্রধানমন্ত্রী আরো বলেন, জুনের ভোটে ব্রিটিশরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা চান বিভিন্ন দেশে থেকে আসা মানুষের স্রোত নিয়ন্ত্রণ করা হোক। এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে মে বলেন, এরমানে যুক্তরাজ্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে এবং তারা নিজেরা নিজেদের আইন তৈরি করবে।

উল্লেখ্য, গত জুনে এক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার রায় দেন ব্রিটিশরা। এর জেরে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন ডেভিড ক্যামেরন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন