
আন্তর্জাতিক ডেস্কঃ উপতক্যার মানুষের জন্য সুখবর । প্রবল আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে নত হয়ে আলোচনায় ফিরছে নেওয়াজ শরীফের পাকিস্তান । দুই দেশের নীতি নির্ধারক পর্যায়ের এই আলোচনার কারনে কাটতে পারে যুদ্ধের আমেজ । জনজীবন ফিরবে স্বাভাবিক ছন্দে । সম্প্রতি পরমাণু যুদ্ধের হুমকি দিয়েই পিছু হটল পাকিস্তান। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে নত হতে হলো পাকিস্তানকে। সম্পর্কের উষ্ণতা গলিয়ে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় কথা বললেন অজিত দোভাল ও নাসির খান জানজুয়া। জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সরতাজ আজিজ ।
আলোচনায় উত্তেজনা প্রশমনের বিষয়ে একমত হয়েছেন দুই নিরাপত্তা উপদেষ্টা। নিয়ন্ত্রণ রেখা বরাবর চরম উত্তেজনার মধ্যেই অজিত দোভাল ও নাসির খান জানজুয়ার এই টেলিফোনে বাক্যালাপ খুবই গুরুত্বপূর্ণ। এমনই ধারণা কূটনৈতিক মহলের ।
এদিকে আলোচনা শুরু করলেও নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আজ সোমবার সকালেও পাঞ্জাবের গুরুদাসপুরে সীমান্ত পার হওয়ার চেষ্টা রুখে দেয় বিএসএফ। তবে গতকাল রবিবার রাতে বারামুলায় রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে জঙ্গি হানার ঘটনায় ক্ষুব্ধ নয়াদিল্লি। জানা যায়, হামলাকারী দুই জঙ্গির মৃত্যু হয়েছে। আর বিএসএফ নিহত হয়েছেন। প্রত্যাঘাতে ভারত আবারো সার্জিক্যাল অ্যাটাক করতে পারে-এমনই আশঙ্কা ছড়িয়েছে পাকিস্তানে ।
তাই তড়িঘড়ি কূটনৈতিক পদক্ষেপে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন নওয়াজ শরিফ সরকার। যদিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজের বক্তব্য, কাশ্মীর ইস্যুকে মূল লক্ষ্য করেই ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে ।