আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর বলবৎ থাকা চলমান নিষেধাজ্ঞার কার্যকরিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এখন থেকে উওর কোরিয়াগামী ও উত্তর কোরিয়া থেকে ছেড়ে যাওয়া সব ধরনের মালবাহী জাহাজ পরীক্ষা করাসহ নতুন করে ১৬ ব্যক্তি ও ১২টি সংগঠন নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
উল্লেখ্য গত মাসে পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জবাবে দেশটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হয়। ভোটের পর নিরাপত্তা পরিষদে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বলেন, 'জনগণের মৌলিক চাহিদা পূরণের চাইতে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অনেক বেশি আগ্রহী উত্তর কোরিয়া। এটি পুরো পৃথিবীর জন্যই বিপদ ডেকে আনবে। তাই বিপদ ছড়িয়ে পড়ার আগেই নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।'
তবে কোরিয়ার দাবি, গত মাসে শুধুমাত্র স্যালেটাইট উৎক্ষেপন করা হয়েছিল। কোনো পরমাণু পরীক্ষা চালানো হয়নি। খবরে জানানো হয়, কোরিয়ার যেকোনো মালবাহী জাহাজ পরীক্ষা করে যাতায়াতের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেইসঙ্গে নতুন করে দেশটির ১৬ ব্যক্তি ও ১২টি সংগঠনকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হলো।
গত দুই দশকের মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এটাই সবচেয়ে জোরালো। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, 'উত্তর কোরিয়া তাদের ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বেরিয়ে না আসা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিশ্বের শান্তিকামী জনগণই এই পথ বেছে নিয়েছে।'