আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ সোমবার সেনাবাহিনীর গাড়ির পাশে এক বিস্ফোরণে অন্তত ৩ জন আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের এক কর্মকর্তা জানান, সকালের ব্যস্ততম সময়ে একটি সামরিক যানের পাশে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সময় গাড়িটি পুলিশ ডিস্টিক্ট ১০ এর চারকারা ওয়াজিরাবাদের একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ঘটনায় গাড়ির দুই আরোহী ও এক পথচারী আহত হয়েছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণে একজন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।