News71.com
 International
 03 Oct 16, 07:57 PM
 390           
 0
 03 Oct 16, 07:57 PM

কলম্বিয়ার গণভোটে 'ফার্ক' শান্তিচুক্তি প্রত্যাখ্যান ।।

কলম্বিয়ার গণভোটে 'ফার্ক' শান্তিচুক্তি প্রত্যাখ্যান ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ৫ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে কলম্বিয়া সরকারের করা ‘ঐতিহাসিক’ শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ। গত রবিবার অনুষ্ঠিত গণভোটে ৫০.২৪ শতাংশ জনগণ চুক্তির বিপক্ষে ভোট দেন ।

সূত্রে জানা গেছে, ৪ বছরের আলোচনার পর গত সপ্তাহে দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা টিমোশেনকো ও মধ্য-ডানপন্থী সরকারের প্রধান ম্যানুয়েল সান্তোস চুক্তিতে স্বাক্ষর করেন। তবে চুক্তিটি বাস্তবায়নে জনগণের ‘সম্মতি’র দরকার ছিল। এজন্যই গত রবিবার গণভোটের আয়োজন করা হয়েছিল। তবে এদিন মোট ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। মোট ১৩ মিলিয়ন ভোটারের মধ্যে ৬৩ হাজারেরও কম ভোটার তাদের মতামত দেন ।

এদিকে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে শান্তির জন্য চেষ্টা অব্যাহত বলেও তিনি অঙ্গীকারের কথা বলেছেন। এদিকে, শান্তিচুক্তির বিপক্ষের জনগণ ফলাফল ঘোষণার রাজপথে নেমে আনন্দ উল্লাস করেছেন। অন্যদিকে, পক্ষের জনগণ কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন