News71.com
 International
 03 Oct 16, 08:00 PM
 380           
 0
 03 Oct 16, 08:00 PM

বাড়িতে মদ পাওয়া গেলে জেল হবে সবার ।। বিহার সরকার

বাড়িতে মদ পাওয়া গেলে জেল হবে সবার ।। বিহার সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ মদ বিক্রি ও পানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে বিহারের হাইকোর্ট। এদিকে, মদ বিক্রি ও পানের ওপর নিষেধাজ্ঞার পক্ষে ছিল রাজ্য সরকার। সরকার বলছে, তারা একটি নতুন এবং আরো কঠোর অ্যালকোহল বিরোধী আইন করছে। খুব শিগগিরই এই আইন কার্যকর হবে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, তিনি এই নিষেধাজ্ঞার মাধ্যমে সমাজের কল্যাণ করতে চান। এই আইনে কোন বাড়িতে মদ পাওয়া গেলে সে বাড়ির সকল প্রাপ্তবয়স্ক লোকজনকে গ্রেফতার ও বর্ধিত মেয়াদে সাজা দেয়া হবে।

তবে মদ উৎপাদনকারী কোম্পানির একজন আইনজীবী বলেছেন, তার ধারণা এই নতুন নিষেধাজ্ঞাও আদালতে বাতিল হয়ে যাবে। এর আগে নিষেধাজ্ঞা বাতিল করে উচ্চ আদালতের দেয়া রায়ে বলা হয়েছিল, এই নিষেধাজ্ঞা বেআইনি, বাস্তববর্জিতএবং অসাংবিধানিক।

গত এপ্রিলের প্রথম দিকে ওই নিষেধাজ্ঞা আরোপের পর বিহারে ১৩ হাজার লোককে আটক করা হয়। ওই নিষেধাজ্ঞার পক্ষে ছিলেন নারীরা। কারণ তাদের মতে, মদ্যপান পরিবারের মধ্যে নির্যাতন এবং দারিদ্র্য বাড়ায়। প্রসঙ্গত, বিহারে এ বছরের আগস্টে দেশী মদ পান করে ১৩ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন