News71.com
 International
 04 Oct 16, 11:27 AM
 389           
 0
 04 Oct 16, 11:27 AM

লিবিয়া উপকূলে একদিনে ৬ হাজার অভিবাসী উদ্ধার ।।

লিবিয়া উপকূলে একদিনে ৬ হাজার অভিবাসী উদ্ধার ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়া উপকূলে একদিনেই ৬ হাজার অভিবাসী উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। গতকাল সোমবার ৩৯টি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, এটি একদিনে সবচেয়ে বেশি জীবিত অভিবাসী উদ্ধার করার রেকর্ড। এর আগে ৩ বছর আগে ইতালিয়ান দ্বীপ লামপেদুসা উপকূলে এক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসী মারা গিয়েছিলো।

সেই মৃত্যুর ঘটনা থেকেই নড়েচড়ে বসে পুরো বিশ্ব। এরপর অভিবাসীদের উদ্ধার কার্যক্রম শুরু হয়। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেই এসব অভিবাসীরা পালাতে থাকে। গতকাল সোমবার অন্যদিনের তুলনায় সমুদ্র কিছুটা কম উত্তাল ছিল। এর সুযোগ নিয়েই পাচারকারীরা  অনেকগুলো অভিবাসী নৌকা নিয়ে রওনা দেয়। ৩২টি রাবারের নৌকা, ৫টি নৌকা ও ২টি ছোট নৌকায় প্রায় ৬ হাজার ৫৫ জন।

একটি ডিঙিতে তো ৭২৫ জন অভিবাসী উদ্ধার করা হয়। ইতালির কোস্ট গার্ড জানায়, অভিবাসীদের মাঝে এক সন্তানসম্ভবা নারী ও শিশুকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হযেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, চলতি বছরেই প্রায় ১ লাখ ৩২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে। আসার পথে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৪ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন