
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের বাগদাদে শিয়াদের একটি সমাবেশে বোমা হামলায় অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এই দূর্ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
গতকাল সোমবার (০৩ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক মাধ্যমগুলো পুলিশ ও মেডিকেলের বরাত দিয়ে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, নির্দিষ্ট এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন আরও বহু মানুষ, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।