News71.com
 International
 04 Oct 16, 11:30 AM
 379           
 0
 04 Oct 16, 11:30 AM

বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ আইএস প্রধান ।।

বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ আইএস প্রধান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান আবু বকর-আল-বাগদাদী গুরুতর অসুস্থ। খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ইরাকি বার্তা সংস্থার বরাত দিয়ে গতকাল সোমবার এক সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

ইরাকের নিনেভেহস বিআজ জেলায় অবস্থান করা আইএস প্রধান এবং তার ৩ কমান্ডারকে খাবার দেওয়া হয়েছিল। ওই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে আইএস সূত্রে জানা গেছে। পরে পরীক্ষা করে দেখা যায় খাবারে বিষ মেশানো হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ৩ কমান্ডারের পরিচয় নিশ্চিত করা যায়নি। হত্যার চেষ্টাকারীকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করেছে আইএস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন