News71.com
 International
 04 Oct 16, 11:31 AM
 392           
 0
 04 Oct 16, 11:31 AM

পাক-শিল্পীদের পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাট ।।

পাক-শিল্পীদের পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাট ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ নয়, শান্তি চাই। এই ৪ শব্দ এবার বের হলো মহেশ ভাটের হাত দিয়ে। সালমান খানের পরে তিনিও আর চুপ করে রইলেন না !

ভারত-পাকিস্তান সম্পর্কের অবনমন এবং ভারত থেকে পাক-শিল্পীদের বিতাড়ন নিয়ে মুখ খুললেন! বা বলা যায়, হাত খুলে চিঠি লিখলেন! অতঃপর, সেই চিঠি-সহ নিজের একটি ভাবগম্ভীর মুখ তুলে ধরলেন টুইটারে! সেই চিঠিতে কী লিখেছেন বলিউডের এই বর্ষীয়ান পরিচালক ?

'হে প্রিয় নেতৃবর্গ, কিছু মানুষের সন্ত্রাসের প্রত্যুত্তর দিতে গিয়ে সবার ভবিতব্যে যুদ্ধের মতো শাস্তি লিখো না! আমার মতো অনেক মানুষই যে শান্তিকামী !'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন