আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার হাসাকা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত এবং বেশকয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার হাসাকা শহরের তাল তাওইল গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ মঙ্গলবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ঘটনাস্থলে বিয়ের বরসহ ২২ জন নিহত হয়। এদিকে এ ঘটনার পরপরই বেশ কিছু টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করে আইএস।