News71.com
 International
 04 Oct 16, 11:32 AM
 359           
 0
 04 Oct 16, 11:32 AM

সিরিয়ার হাসাকা শহরে বিয়ের অনুষ্ঠানে আইএসের বোমা হামলা ।। বরসহ নিহত ২২

সিরিয়ার হাসাকা শহরে বিয়ের অনুষ্ঠানে আইএসের বোমা হামলা ।। বরসহ নিহত ২২

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার হাসাকা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত এবং বেশকয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার হাসাকা শহরের তাল তাওইল গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ মঙ্গলবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ঘটনাস্থলে বিয়ের বরসহ ২২ জন নিহত হয়। এদিকে এ ঘটনার পরপরই বেশ কিছু টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করে আইএস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন