News71.com
 International
 04 Oct 16, 11:44 AM
 359           
 0
 04 Oct 16, 11:44 AM

প্রবল ঝড়ে বার্মিংহাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফের আকাশে উড়ল বিমান ।।

প্রবল ঝড়ে বার্মিংহাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফের আকাশে উড়ল বিমান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আনন্দময় ভ্রমণগুলোর মধ্যে বিমান ভ্রমণ একটি অন্যতম। বিমানে উঠলে হয়তো আপনার খুব একটা ভয় করে না? কিন্তু, সম্প্রতি এমন একটা ভিডিও প্রকাশিত হয়েছে যা দেখলে আপনারও হয়তো হাড় হিম হয়ে যাবে! তখন মাঝ-আকাশে বিমান। প্রবল বাতাসের তোড়ে যেন প্যাঁচ খাওয়া ঘুড়ির মতো অবস্থা বিমানটির ।

উল্টো দিক থেকে ধেয়ে আসা প্রবল বাতাসে বিমানটি বেসামাল। সেই ভয়ানক বাতাসের মাঝেই বিমান উড়িয়ে নিয়ে যাওয়া বেশ কষ্টকর ছিল পাইলটের কাছে। বিমানটিকে ঠিক ভাবে অবতরণ করাতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল তাকে। এমনকী, রানওয়েতে তখন বিমানের চাকা ছুঁই ছুঁই, তবু বিমানটিকে ঠিক ভাবে অবতরণ করতে পারলেন না ।

বাতাসের চাপ সামলাতে না পেরে ফের আকাশের দিকেই বিমান উড়িয়ে নিয়ে গেলেন পাইলট। এমন ঘটনাই ঘটেছে বার্মিংহাম বিমানবন্দরে এয়ারবাস এ-৩২১ বিমানের সঙ্গে। সেই  মারাত্মক ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছে । ইতিমধ্যেই এই ভিডিওটি দেখেছেন প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন