News71.com
 International
 04 Oct 16, 12:04 PM
 375           
 0
 04 Oct 16, 12:04 PM

গত সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করেছে রাশিয়া

গত সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করেছে রাশিয়া

নিউজ ডেস্কঃ সেপ্টেম্বর মাসে রাশিয়া রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করেছে। এ সময় দেশটি প্রতিদিন ১ কোটি ১১ লাখ ব্যারেল তেল উৎপাদন করে।

যা আগের মাসের তুলনায় ৪ শতাংশ বেশি এবং ১৯৯১ সালের পর এটিই সর্বোচ্চ তেল উৎপাদন ।গতকাল সোমবার রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে।

সেপ্টেম্বর মাসের শেষে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্যরা তেলের উৎপাদন হ্রাসে একটি প্রাথমিক চুক্তির ব্যাপারে সম্মত হয়। এই চুক্তির আওতায় ওপেকভুক্ত দেশগুলোর প্রতি দিনের উৎপাদন ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যারেলের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

চুক্তি ঘোষণার পর রাশিয়ার জ্বালানী মন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, ‘রাশিয়া চুক্তির প্রস্তাবসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করবে।’আলজিয়ার্সে গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের সম্মেলনের ফাঁকে কর্মকর্তাদের বৈঠকের পর ওপেক এ প্রাথমিক চুক্তিতে পৌঁছে। সম্মেলনে রাশিয়াও অংশ নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন