News71.com
 International
 04 Oct 16, 07:51 PM
 440           
 0
 04 Oct 16, 07:51 PM

হাইতিতে আঘাত হানতে যাচ্ছে হারিকেন ম্যাথিউ ।।

হাইতিতে আঘাত হানতে যাচ্ছে হারিকেন ম্যাথিউ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ হাইতির কাছাকাছি অবস্থান করছে শক্তিশালী হারিকেন ম্যাথিউ। এর প্রভাবে ওই এলাকায় প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। হাইতিতে ইতোমধ্যে একজনের প্রাণহানি হয়েছে। গত কয়েক বছরের মধ্যে আটলান্টিকে তৈরি হওয়া অন্যতম শক্তিশালী হারিকেন এটি।

ম্যাথিউ আজ মঙ্গলবার ভোরের দিকে হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হারিকেনের প্রভাবে হাইতির বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। এটি ৪ ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে। হাইতি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ এবং অনেক মানুষ বন্যা কবলিত এলাকাগুলোতে বসবাস করেন।

ম্যাথিউয়ের প্রভাবে ৪০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে এবং ১৪৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। আজ মঙ্গলবার সকাল নাগাদ এটি হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ইতোমধ্যে ঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্রে পড়ে এক জেলের প্রাণহানি হয়েছে।

হাইতি কর্তৃপক্ষ বাসিন্দাদের খাবার ও পানি মজুদ করে রাখার আহ্বান জানিয়েছে। ২০১০ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর এখনও হাজার হাজার মানুষ তাঁবুতে বসবাস করছেন। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বৃহত্তম বস্তির মেয়র ফ্রেডেরিক হিসলাইন দেড় লাখ মানুষকে সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

হাইতির কর্মকর্তারা জানান, প্রায় ১৩ হাজার জরুরি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। এসব কেন্দ্রে ৩ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। হাইতির সব বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। হারিকেনের কারণে প্রতিবেশী দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের ব্যাপক ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ১৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ম্যাথিউয়ের প্রভাবে দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত ও প্রবল ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। জ্যামাইকার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ভারী বর্ষণ শুরু হয়েছে এবং প্রবল বাতাস বইছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন