News71.com
 International
 04 Oct 16, 09:17 PM
 381           
 0
 04 Oct 16, 09:17 PM

রাশিয়া-আমেরিকার পর এবার ইউরোপীয় ইউনিয়নকেও পাশে পেল ভারত ।।

রাশিয়া-আমেরিকার পর এবার ইউরোপীয় ইউনিয়নকেও পাশে পেল ভারত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত কাশ্মীরের সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা ও ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে বর্তমান বিশ্বের শক্তিধর দুই দেশ আমেরিকা ও রাশিয়া। এবার এই তালিকায় যোগ হলো ইউরোপীয় ইউনিয়ন। আজ মঙ্গলবারই ইউরোপীয় পার্লামেন্ট জানিয়ে দিল, ‘ভারতের পাশে আছি।

ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট রাইজার্ড ঝারনেকি বলেছেন, ‘‘জঙ্গি দমনে সীমান্ত পেরিয়ে ভারত যে সক্রিয়তা (সার্জিক্যাল স্ট্রাইক) দেখিয়েছে, তা রীতিমতো প্রশংসার যোগ্য। এই সক্রিয়তাকে বিশ্বের সব দেশেরই সমর্থন করা উচিত। ভারতের সমর্থনে বিশ্বের অন্য দেশগুলোরও আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত।’’

পার্লামেন্টে গৃহীত ঝারনেকির ভাষণে স্পষ্টই বলা হয়েছে, ‘‘ভারত খুব জোরালো ভাবে এটাও বুঝিয়ে দিতে পেরেছে, পাকিস্তানকে আক্রমণ করার কোনও উদ্দেশ্য ছিল না তার। ভারতের লক্ষ্য ছিল, পাকিস্তানের মদদে পাকিস্তানের মাটিতে যে জঙ্গি সন্ত্রাস জন্মে ও বেড়ে উঠেছে, তার মূলটাকে যতটা সম্ভব উৎপাটিত করতে। আর এই প্রথম সেটা বেশ সফল ভাবেই ভারত করে দেখাতে পেরেছে।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন