
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে টাইফুন ‘মেগি’র প্রভাবে সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন বেশকয়েকজন। আজ বুধবার (০৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকর্মীরা বর্তমানে দেশটির জেজিয়াং প্রদেশের সুচন গ্রামে অভিযান চালাচ্ছে। ওই গ্রামে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন ১৭ জন। এছাড়া ওয়েনচাং কাউন্টিতে মারা গেছেন ৬জন।