News71.com
 International
 05 Oct 16, 05:19 PM
 325           
 0
 05 Oct 16, 05:19 PM

দুই সপ্তাহের জন্য করাচি ও লাহোর বিমানবন্দর বন্ধ করছে পাকিস্তান ।।

দুই সপ্তাহের জন্য করাচি ও লাহোর বিমানবন্দর বন্ধ করছে পাকিস্তান ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দুই সপ্তাহের জন্য 'অপারেশনাল রিজন' দেখিয়ে করাচি ও লাহোর বিমানবন্দর বন্ধ করছে পাকিস্তান। ৮ই অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। ওই দিন থেকে মোট ১৩ দিন দৈনিক ১৮ ঘন্টা করে বন্ধ থাকবে ওই দুটি বিমানবন্দর। এর মাধ্যমে কার্যত সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যাবে এ দুটি বিমানবন্দরে।

পাকিস্তানের এ সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখছে ভারত। দেশটির প্রতিরক্ষা ও বিমান চলালচল বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, পুরো বিমানবন্দর এলাকাকে খালি করা জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে তারা সব যুদ্ধবিমানকে এনে জড়ো করতে পারে এবং যুদ্ধ শুরু হলে সেটাকে কাজে লাগাতে পারে।

বিমানবন্দর বন্ধ করে পাকিস্তানের সামরিক বাহিনীর মহড়া নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ের মধ্যে প্রথমবারের মতো এত দীর্ঘ সময় নিজেদের সবচেয়ে ব্যস্ত দুটি বিমানবন্দর বন্ধ রাখছে পাকিস্তান। বিষয়টি বেশ ভাবাচ্ছে ভারতকে। দেশটি এ সম্পর্কে বিস্তারিত জানতে কঠোর চেষ্টা চালাচ্ছে। কারণ ভারতের সঙ্গে সম্পর্কের চরম অবণতির সময়টাকেই নিজেদের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুটি বন্ধ রাখার জন্য বেছে নিয়েছে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন