News71.com
 International
 05 Oct 16, 05:22 PM
 355           
 0
 05 Oct 16, 05:22 PM

২০১৭ সালে সুইজারল্যান্ডে ১৫ সেকেন্ডের চার্জেই ২ কিলোমিটার চলবে গাড়ি ।।

২০১৭ সালে সুইজারল্যান্ডে ১৫ সেকেন্ডের চার্জেই ২ কিলোমিটার চলবে গাড়ি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৭ সালে সুইজারল্যান্ডের জেনেভার গণপরিবহনে নতুন ধরনের বাস যোগ হচ্ছে। আশা করা হচ্ছে, এ বাসটি গণপরিবহণে যুক্ত হলে বিশ্বজুড়ে যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। মাত্র ১৫ সেকেন্ডের চার্জেই গাড়িটি দুই কিলোমিটার চলবে। ফলে মিলিয়ন মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন বন্ধ হবে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে।

সুইজারল্যান্ডের সরকারি পরিবহন ট্রান্সপোর্ট পাবলিক জেনেভা (টিজিপি) আরো কয়েকটি প্রতিষ্ঠানের সাথে জড়িতভাবে প্রজেক্টটি বাস্তবায়ন করছে। নতুন এ বাসটির নাম দেয়া হয়েছে টোসা (TOSA- Trolleybus Optimisation Systeme Alimentation)। ইউরোপীয় দেশগুলোতে জনপরিবহণে খুব পরিচিত ইলেকক্ট্রিক ট্রলি বাস। নতুন এই বাসটিও দেখতে সেরকম।

তবে এই বাসের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো গাড়িটিতে ফ্ল্যাশ-চার্জিং প্রযুক্তি জুড়ে দেয়া হয়েছে যেটা বাসের ব্যাটারিকে ১৫ মিনিটের জন্য চার্জিত করে। যাত্রী ওঠা-নামার সময়েও এতে কোনো বিঘ্ন ঘটে না। ১৫ মিনিটের চার্জে ব্যাটারিতে ৬০০ কিলোয়াট শক্তি সঞ্চিত হয়, যা দুই কিলোমিটার চলার জন্য যথেষ্ট। ১৩০ জনের বেশি ধারণক্ষমতাসম্পন্ন এ বাসটির ব্যাটারি পুরোপুরি চার্জ নিতে সময় লাগে ৪-৫ মিনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন