News71.com
 International
 05 Oct 16, 05:39 PM
 379           
 0
 05 Oct 16, 05:39 PM

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন পাকিস্তানি মিডিয়ার হিরো ।।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন পাকিস্তানি মিডিয়ার হিরো ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়ে পাক সংবাদমাধ্যমে নায়কের মর্যাদা পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাকিস্তানি গণমাধ্যম কেজরিওয়ালের বক্তব্যকে সূত্র হিসেবে উল্লেখ করে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের মিথ্যা দাবির খবরই প্রকাশ করা হচ্ছে ।

ওই খবরে বলা হয়, এমনিতে দেশটির প্রধানমন্ত্রীর সমালোচনার কোন সুযোগ ছাড়েননা কেজরিওয়াল। তার অফিসে সিবিআই হানা হওয়ায় প্রধানমন্ত্রীকে তিনি ‘কাওয়ার্ড’ এবং ‘সাইকোপ্যাথ’ আখ্যা দেন। সেই কেজরিই গত সোমবার একটি ৩ মিনিটের ভিডিওতে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। তারপর শুরু করেন মোদীর প্রশংসা ।

অবশেষে বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানের মিথ্যা প্রচারের মুখোশ খুলে দেওয়ার জন্য ওই অপারেশনের ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক। এরপরেই কেজরির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে পাক সংবাদপত্র ও সংবাদ চ্যানেলগুলি। পাক সংবাদ মাধ্যমে তাকে ‘কোড’ করে দাবি করা হচ্ছে, আসলে কোন সার্জিক্যাল স্ট্রাইকই হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন