
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির একজন টেলিভিশন কৌতুক অভিনেতার বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানকে অপমান করার যে অভিযোগ উঠেছিল তার প্রমাণ পাননি জার্মানির প্রসিকিউটররা। এজন্য তারা তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত মার্চ মাসে একটি টিভি অনুষ্ঠানে জান বোহেমারমেন নামের ওই অভিনেতা একটি কৌতুকপূর্ণ কবিতা পড়েন যেখানে, এরদোগানের যৌন-সম্পর্কিত বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়। এরপর তুর্কি প্রেসিডেন্ট তার বিরুদ্ধে অপমানের অভিযোগ তোলেন।
তবে তদন্তের পর জার্মানির প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছেন, কৌতুক অভিনেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার মতো সুনির্দিষ্ট তথ্য তাদের নেই। তারা বলেন, অভিনেতা যে প্রেক্ষাপটে এ কৌতুকটি করেছিলেন সেখানে অবজ্ঞা বা অপমান করার মতো কোন বিষয় ছিল কিনা সেটি প্রশ্নবিদ্ধ।
তুরস্কের প্রেসিডেন্টের এরদোগানের অভিযোগের পর জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছিলেন। জার্মানির আইন অনুযায়ী, দেশটিতে এ ধরনের কোন অপরাধ তদন্ত করতে হলে মন্ত্রী পরিষদের অনুমোদন প্রয়োজন হয়।