আন্তর্জাতিক ডেস্ক : দুর্যোগ মোকাবেলা ও শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সামরিক বাহিনীর মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে ভারতের পুনেতে আজ প্রথমবারের মতো দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোসহ ১৮টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ সামরিক মহড়া।
দুর্যোগ মোকাবেলা ও শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সামরিক বাহিনীর মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে যৌথ এই সামরিক মহড়ার আয়োজন করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের মাটিতে এটিই স্মরণকালের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া বলেও এ সময় জানান তারা।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া "ফোর্স এইটিন" নামে যৌথ এই সামরিক মহড়ায় অংশ নেয় ভারত, অস্ট্রেলিয়া, চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের তিন শতাধিক সেনা সদস্য। সপ্তাহব্যাপী এই যৌথ সামরিক মহড়া শেষ হবে আগামী ৮ মার্চ।