
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় চরমপন্থী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তুরস্কের ১ সৈন্য নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। আঙ্কারা তুরস্কের উত্তর সীমান্তে এক অভিযান চালানোর সময় হতাহতের এ ঘটনাটি ঘটে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে ।
তুরস্কের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আল-রাই শহরের পূর্বে জিইয়ারায় ইসলামিক স্টেট জিহাদিদের সঙ্গে তুর্কি সৈন্যদের এই সংঘর্ষ ঘটে। আনাদোলু জানায়, সর্বশেষ হতাহতের এই ঘটনায় ২৪শে আগস্ট আইএস এর বিরুদ্ধে শুরু হওয়া এই অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়াল ।
এদের অধিকাংশই আইএস এর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। তবে মাত্র একজন কুর্দিশ পিপল’স প্রোটেকশন মিলিশিয়া’র (ওয়াইপিজি) হামলায় নিহত হয়েছে। তুরস্ক সীমান্ত থেকে আইএস জঙ্গিদের নির্মূলে এ অভিযান চালানো হচ্ছে ।