
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বিভারটনের একটি ফ্ল্যাটে গুলিতে দুই শিশুসহ ৩জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিজ ফ্ল্যাটে বাবা তার দুই শিশুকে গুলি করে নিজেও আত্মহত্যা করেছেন ।
স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে ওয়াশিংটন কাউন্টির বিভারটন শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ওই ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে জানান বিভারটন পুলিশের মুখপাত্র সার্জেন্ট মাইক রো। তিনি জানান, নিহতের একজন নারী আত্মীয় বিষয়টি টের পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে ৩টি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে ।