News71.com
 International
 06 Oct 16, 10:36 AM
 319           
 0
 06 Oct 16, 10:36 AM

ক্রিমিয়ার ভূখণ্ড ধীরে ধীরে সরে আসছে রাশিয়ার দিকে ।।

ক্রিমিয়ার ভূখণ্ড ধীরে ধীরে সরে আসছে রাশিয়ার দিকে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে ক্রিমিয়া নিয়ে এত বড় দ্বন্দ্ব, সেই ভূখণ্ড নাকি ধীরে ধীরে রাশিয়ার দিকেই সরে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন ১৫ লাখ বছর পর ক্রিমিয়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ।

রাশিয়ার ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড অ্যাসট্রোনমির প্রধান আলেক্সান্ডার ইপাটভ এই দাবি করেছেন। তিনি বলছেন, ক্রিমিয়া প্রতিবছর দুই দশমিক ৯ মিটার হারে রাশিয়ার মূল ভূখণ্ডের দিকে সরে যাচ্ছে। উল্লেখ্য ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে এটিকে নিজের দেশের অংশ বলে ঘোষণা দেয় ।

এর আগে পর্যন্ত ক্রিমিয়া ছিল ইউক্রেনের অংশ। আলেক্সান্ডার ইপাটভ বলেন, ক্রিমিয়া যখন রাশিয়ার সঙ্গে যুক্ত হলো, তারা তখন এটা নির্ধারণ করার চেষ্টা করছিলেন এই ভূখণ্ড ভূতাত্ত্বিকভাবে কোন দিকে যাচ্ছে। তখন তারা এই গবেষণা শুরু করেন ।

এই খবরে ক্রিমিয়ার রুশ সমর্থিত নেতা সের্গেই আকসেনভ স্বভাবতই খুশি। এ নিয়ে অবশ্য সোশাল মিডিয়ায় এখন নানা রঙ্গ-রসিকতা শুরু হয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, তাহলে তো আর রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করার জন্য ১৯ কিলোমিটার দীর্ঘ সেতু করার আর কোনো দরকার নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন